আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় জাতিসংঘকে আবার ত্রাণ তৎপরতার সুযোগ দিতে অবশেষে রাজি হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র বেটিনা ল্যুশার আজ শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন, তারা এখন পর্যন্ত কেবল ত্রাণ তৎপরতা শুরু করার সবুজ সংকেত পেয়েছেন। বিস্তারিত বিষয়ে এখনও মিয়ানমার সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন কেমন তা আমাদের আগে দেখতে হবে। তার আগে বিস্তারিত বলা সম্ভব না।
রাখাইনের উত্তরাঞ্চলে আগে এক লাখ ১০ হাজার মানুষের মধ্যে রেশন হিসেবে খাবার বিতরণ করত বিশ্ব খাদ্য সংস্থা। তাদের মধ্যে রোহিঙ্গা মুসলমানদের পাশাপাশি স্থানীয় রাখাইন বৌদ্ধরাও ছিল। গত ২৫ অগাস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর ত্রাণকর্মীদের ওই এলাকায় যাওয়াও বন্ধ হয়ে যায়।
তবে রাখাইনের মধ্যাঞ্চলে এক লাখ ৪০ হাজার মানুষের মধ্যে বিশ্ব খাদ্য সংস্থার ত্রাণ কর্মসূচি অব্যাহত থাকে।
ইউনিসেফের মুখপাত্র মারিক্সি মেরকাডো জেনেভায় ব্রিফিংয়ে বলেন, সেনা অভিযান শুরুর আগেই রাখাইনের বুথিডং ও মংডুতে রোহিঙ্গা শিশুদের মধ্যে অপুষ্টির হার বিপদজনক মাত্রায় ছিল।
সেখানে চার হাজার শিশুকে মারাত্মক অপুষ্টির চিকিৎসা দেওয়া হচ্ছিল, যা ২৫ অগাস্ট থেকে বন্ধ রয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস