রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোট সম্পদের পরিমাণ কত? এই প্রশ্নের জবাব সরকারি হিসাব মতে একরকম হলেও, সাম্প্রতিক অনুসন্ধান বলছে একেবারে ভিন্ন কথা!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের শীর্ষ ধনীদের একজন বলে যে প্রচার রয়েছে, তা তিনি বরাবরই প্রত্যাখ্যান করে এসেছেন। সরকারি হিসাবে ২০১৬ সালে তাঁর বার্ষিক আয় ছিল ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার।
তবে এক যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজনদের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার। ওই প্রতিবেদনে দাবি করা হয়, এই ঘনিষ্ঠজনেরা আসলে পুতিনেরই সম্পদ আগলে রাখছেন।
রাশিয়ার দৈনিক নোভায়া গ্যাজেটা এবং অনুসন্ধানী সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) যৌথ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। পূর্ব ইউরোপ, ককেশাস, মধ্য এশিয়া ও মধ্য আমেরিকার অনুসন্ধানী কেন্দ্র, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সংঘ হলো ওসিসিআরপি।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজনদের কয়েকজন ‘তাদের গুপ্ত সম্পদের সুস্পষ্ট ব্যাখ্যা’ দিতে পারেননি। তাদের কাছে থাকা এসব সম্পদ সম্ভবত পুতিনেরই।
পুতিনের এইসব ধনী ঘনিষ্ঠজনদের মধ্যে আছেন মিখাইল শেলোমভ। তিনি পুতিনেরই আত্মীয়। রাশিয়ান শিপিং কোম্পানিতে চাকরি করেন তিনি। এই চাকরি থেকে তাঁর বার্ষিক আয় হতে পারে প্রায় ৮ হাজার ৫০০ ডলার। কিন্তু ওসিসিআরপির তথ্যমতে, শেলোমভ সেন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ একজন বিনিয়োগকারী এবং তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৫৭ কোটি ৩০ লাখ ডলার!
রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমেও তার সংশ্লিষ্টতা রয়েছে। আর পুতিনের বাল্যবন্ধু পিওত্র কলবিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৫৫ কোটি ডলার। অথচ তিনি ছিলেন মামুলি এক মাংস বিক্রেতা।
পুতিনবিরোধী প্রচারক মার্কিন বংশোদ্ভূত উইলিয়াম ব্রাউডার ওসিসিআরপিকে বলেন, শেলোমভ, কলবিনসহ পুতিনের অন্যান্য অন্তরঙ্গ বন্ধুরা আসলে তাঁর ‘মনোনীত ব্যক্তি’; যাঁরা বিশ্বস্ততার সঙ্গে সম্পদগুলো আগলে রাখছেন।
কলবিনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে শেলোমভ এতটাই অপরিচিত মুখ যে তাঁর ছবিটাও উদ্ধার করা যায়নি।
রাশিয়ায় এই অনুসন্ধানী প্রতিবেদন খুব একটা প্রচার হয়নি। রিপোর্টার্স উইদআউট বর্ডার্সের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান ১৪৮ নম্বরে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস