শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৮:৩৭:০৬

চীনা সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ প্রেসিডেন্টের

চীনা সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বারের জন্য পাঁচ বছরের মেয়াদে চীনের তখতে বসেছেন দিন কয়েক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যুদ্ধজয়ের ব্লু প্রিন্ট তৈরির কাজ। তারই নির্দেশে চীনা মিলিটারিতে হাই অ্যালার্ট জারি হয়েছে|

চীনা সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অত্যাধুনিক যুদ্ধকৌশল দ্রুত রপ্ত করতেও পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট।

প্রায় ৪৩ লক্ষ সৈন্য বিশিষ্ট পিপল্স লিবারেশন আর্মির প্রধান তিনি। হস্পতিবার সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকের পর চীনা সেনার কাছে যুদ্ধ জয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ পৌঁছে গেছে।

অত্যাধুনিক যুদ্ধরীতি মহড়ার পাশাপাশি, দীর্ঘ প্রশিক্ষণের ওপরেও জোর দিয়েছেন জিনপিং। মনে করা হচ্ছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার বিশিষ্ট মার্কিন থাড (টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স) মিসাইলের মোকাবিলা করতেই চীনের এই উদ্যোগ। বাহিনীর ভেতর থেকেই তৈরি করা হয়েছে ৮৪টি বিশেষ ক্ষমতা সম্পন্ন সেনা ইউনিট।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে এক বৈঠকে চীনা লাল ফৌজের আকার ছোট করার ওপর জোর দিয়েছিলেন প্রেসিডেন্ট জিনপিং। সেই মতোই কাটছাঁট করা হয়েছে সেনায়। চীনা সেনার আধুনিকীকরণের মাধ্যমে আগ্রাসী মনোভাব স্পষ্ট করছেন জিনপিং বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে