শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৯:০৪:৫৬

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মিয়ানমারের কনসাল জেনারেল

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মিয়ানমারের কনসাল জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক  :    ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কলকাতায় নিযুক্ত মিয়ানমারের কনসাল জেনারেল পাই সু নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রীসহ তিনজন। শুক্রবার ঝাড়খণ্ডের গিরিধি জেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

ন্যাশনাল হাইওয়ে-২ এ সকাল সাড়ে ১০টার দিকে রাচি থেকে ১৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের ডুমরিতে মিনা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কনসাল জেনারেল পাই সু।

গিরিধি পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ বি ওয়ারিয়র জানান, ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে কলকাতায় মিয়ানমারের কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত হন পাই সু।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে