আন্তর্জাতিক ডেস্ক : দেখতে দেখতে ৪৭ বসন্ত পার করে দিলেন ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। খুব শিগগিরই তিনি দলের সভাপতিও হয়ে যাবেন। মোদি সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করে এখন প্রশংসা কুড়োচ্ছেন তিনি।
তবু একটা প্রশ্নের উত্তর কিছুতেই সোজাসুজি দিচ্ছেন না রাহুল। কবে তিনি বিয়ে করছেন? অনেকেই তাকে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্ন করছেন। বৃহস্পতিবারও তিনি এমন প্রশ্নই শুনলেন। বণিক সংগঠন পিএইচডি-র ১১২তম বার্ষিক অনুষ্ঠানে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বিজেন্দর সিং তাকে জিজ্ঞাসা করেন।
বিজেন্দর সিং বলেন, 'রাহুল ভাইয়া কবে বিয়ে করবেন?' এরপরেই যে প্রশ্ন ভেসে এলো তার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না তিনি। বিজেন্দর বলেন, 'শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পরেই নাকি আপনি বিয়ে করছেন?'
রাহুল বলেন, 'এটা একটা পুরনো প্রশ্ন। বিষয়টি আমি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছি। যখন হবে তখন হবে।' তবে তিনি যে শরীর ঠিক রাখতে নিয়মিত খেলাধুলা করেন তা জানাতে ভোলেননি। রাহুল জানিয়েছেন, দিনে অন্তত এক ঘণ্টা খেলাধুলা করেন।
কিন্তু গত তিনমাস কাজের চাপ বেড়ে যাওয়ায় খেলাধুলায় সময় দেওয়া হয়নি।
এমটিনিউজ/এসবি