শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৮:৩৬:১১

কিম জং উনকে হত্যা করতে প্রস্তুত এই ‘বিশেষ বাহিনী’!

কিম জং উনকে হত্যা করতে প্রস্তুত এই ‘বিশেষ বাহিনী’!

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশই বিভিন্ন দেশের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। সেই দুশ্চিন্তাকে আরও একটু ইন্ধন যুগিয়েছে হাইড্রোজেন বোমা থেকে পরমাণু অস্ত্র অথবা বায়োলজিক্যাল ওয়েপন বা জৈবিক অস্ত্রের ওপর কিমের অগাধ ভরসা এবং আত্মবিশ্বাস।

তাই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মতো দেশ কিমের উদ্দেশ্যকে ব্যর্থ করতে পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে এর আগেই৷ কিন্তু কি সেই পরিকল্পনা, কতটাই বা তা দৃঢ়-শক্তিশালী তা নিয়ে কৌতূহল ছিলই৷

জানা যায়, কিম কড়া নিরাপত্তায় সর্বদা ঘিরে থাকে, যে বলয় ভেঙে তাকে হতা একপ্রকার অসম্ভব৷ তবে তার ওপর হামলা চালাতেই নাকি বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীকে৷

এই বাহিনী এমনভাবেই প্রশিক্ষিত যে উত্তর কোরিয়া প্রবেশ করে কিমকে হত্যা করে আসতে সক্ষম৷ শুধু তাই নয়, এর পাশাপাশি ১,০০০ টি প্রাথমিক টার্গেটও রয়েছে তাদের, যার মধ্যে পরমাণু অস্ত্র থেকে মিসাইল লঞ্চ ব্যবস্থাও রয়েছে৷

এদিকে কিছুদিন আগে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু স্থাপনায় ত্বরিত হামলার পরিকল্পনা তৈরি করছে সিউলের সামরিক বাহিনী। কিমকে সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হলেই কেবল এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে খবরে দাবি করা হয়েছিল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে