আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এ তথ্য দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাজধানী সানার পূর্বে নিহম এলাকার আকাশে ওড়ার সময় সৌদি বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে। দিনের প্রথম ভাগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের সাফরা শহরে সৌদি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হন।
চলতি মাসের প্রথম দিকে ইয়েমেনি বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছিল। সৌদি বাহিনী এ ড্রোন ব্যবহার করছিল।
এর আগে, জুন মাসে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস