শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৭:২৩:৪২

গৃহবধূর সঙ্গে কলেজ ছাত্রের প্রেম, পরিণতি হলো ভয়াবহ

গৃহবধূর সঙ্গে  কলেজ ছাত্রের প্রেম, পরিণতি হলো ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক : রাতভর ফোনে কথা কাটাকাটি, মনোমালিন্য। কলেজ ছাত্র ও গৃহবধূর প্রেমে চিড়। শেষমেশ আত্মঘাতী দুজনেই। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের কামারপুকুর গ্রামের বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র গুরুপদ নস্কর।

শনিবার সকালে বাড়ি থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কললিস্ট ঘেঁটে দেখা যায় যুবকের মোবাইলে স্থানীয় গৃহবধূ সুস্মিতা সরকারের ২৪টি মিসড কল রয়েছে।

দেখা যায়, রাত ১২টা পর্যন্ত কথা হয়েছে দুজনের। কিন্তু তারপর থেকেই ওই গৃহবধূর ফোন আর রিসিভ করেননি কলেজ ছাত্র গুরুপদ নস্কর। পুলিশের অনুমান, মন কষাকষির জেরেই আত্মঘাতী হয়েছে যুবক। স্থানীয় বাসিন্দাদেরও অনুমান মন কষাকষির জেরেই এই পরিণতি।

ঘটনাটি নাটকীয় মোড় নেয় দুপুরে। কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়েই নিখোঁজ হয়ে যান গৃহবধূ। দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে গৃহবধূরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কর্মসূত্রে গৃহবধূর স্বামী বাইরে থাকন।

মহিলার চার বছরের একটি সন্তান রয়েছে। বাসিন্দাদের অনুমান, দুজনের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক তৈরি হয়েছিল মাসখানেক আগেই। প্রেমে বনিবনা না হওয়াতেই এই চরম পরিণতি হয় বলে মনে করছেন বাসিন্দারা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে