বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০১৭, ১২:১০:১৬

সৌদি আরবের সামনে ২টি পথ খোলা

সৌদি আরবের সামনে ২টি পথ খোলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী গত শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব দাবি করে ইরান ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে। যদিও ইরান তা অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়েরও ইরানের বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার অভিযোগ তোলেন। ইরানকে সঠিক সময়ে এবং পন্থায় যথাযথ জবাব দেয়া হবে বলে তিনি হুমকি দেন। খবর পারস্য টিভি।

এদিকে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালেদ বিন আহমাদ আলে খলিফা এবং আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আনওয়ার কারাকাশও ইরানের বিরুদ্ধে একই ধরণের বক্তব্য দিয়েছেন।

এইসব উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বন্ধ করে যতদ্রুত সম্ভব ইয়েমেনের নিরীহ মানুষ হত্যা থেকে বিরত থাকার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করারও আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের সামনে এখন দু’টি পথ খোলা রয়েছে। হয় সৌদি আরবকে বর্তমান নীতিই মেনে চলতে হবে যার পরিণতি হচ্ছে নিশ্চিত ধ্বংস। অথবা অতীত থেকে শিক্ষা নিয়ে নিজ আচরণ সংশোধন করে মধ্যপ্রাচ্যে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ জাওয়াদ জারিফ গতকাল (সোমবার) টুইট বার্তায় বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সৌদি আরব সফরের পর বাহরাইনে অত্যাচার নির্যাতন বেড়েছে এবং এরপর কাতারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে অন্য আরব দেশ।”
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে