শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ০৪:৩৬:১১

কুয়েত-পাকিস্তানের একাট্টা হামলায় কাহিল দিল্লী!

কুয়েত-পাকিস্তানের একাট্টা হামলায় কাহিল দিল্লী!

আন্তর্জাতিক ডেস্ক : হামলার শিকার দিল্লি। কুয়েত এবং পাকিস্তানের একাট্টা আক্রমণে প্রায় অন্ধকার ভারতের রাজধানী। তবে এটা ভূ-খণ্ড দখলের আক্রমণ নয়। কুয়েত থেকে ধুলো আর পাকিস্তানের কুয়াশা একাকার হয়ে দিল্লির আবহাওয়া কাহিল করে দিয়েছে।

বায়ুস্তরের ওপরের অংশের শক্তিশালী বাতাস এ ঘটনা ঘটাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে এ বাতাস প্রবাহিত হচ্ছে ভারতের উত্তরের দিকে। বয়ে আনছে ধুলো-কুয়াশা। পাঞ্জাবের বিস্তর ক্ষেতে নাড়া পোড়ানোর ফলে সেখান থেকে কিছু ধোঁয়া বাড়তি মিলছে। সবমিলিয়ে দিল্লির আবহাওয়া শহরটিকে প্রায় অন্ধকার করে রেখেছে।  

প্রথমে মনে হচ্ছিল, হরিয়ানা এবং পাঞ্জাবের বিস্তর ক্ষেতে ফসলের উচ্ছিষ্টাংশ পোড়ানোর কারণে সেই ধোঁয়া আসছে দিল্লিতে। কিন্তু বিজ্ঞানীরা ঘটনা পরিষ্কার করে দিলেন। জানালেন, বিশেষ করে কুয়েত থেকে ধুলো আসছে এ পথে, প্রচুর ধুলো। এতে ইরান আর সৌদি আরবেরও অবদান রয়েছে।  

আসলে বছরের এই সময়টাতে বায়ুমণ্ডলে উচ্চস্তর থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হয় মধ্যপ্রাচ্য থেকে ভারতের দিকে। এখন বায়ু প্রবাহিত হচ্ছে ভারতের উত্তরাংশের দিকে। সেই বাতাস কুয়েত থেকে প্রচুর পরিমাণে ধুলো আনছে।

এই ধুলোপূর্ণ বাতাস আবার অপেক্ষাকৃত শীতল পাকিস্তানের ওপর দিয়ে আসার সময় বাষ্প নিচ্ছে, যা কুয়াশার চেহারা নেয়। এবার এই ধুলোপূর্ণ কুয়াশা আবার হরিয়ানা ও পাঞ্জাব থেকে সংগ্রহ করে ধোঁয়া। গোটা মিশেল আশ্রয় নিচ্ছে দিল্লিতে। রাজধানীর আশপাশটাও একই অবস্থার শিকার হচ্ছে।  

দিল্লিতে রাতের বেলা তাপমাত্রার কারণে আর্দ্রতা বাড়ে। ফলে গোটা শহর এক ধূসর-বাদামী কুয়াশা ইন্দ্রজালের মতো ছড়িয়ে পড়ে। যদিও শীতের সময় দিল্লি ও আশপাশের অঞ্চলের এই অবস্থা নতুন ঘটনা নয়। তবে নাড়া পোড়ানো বৃদ্ধির কারণে দূষণ বাড়ছে অনেক বেশি।  

গতকালই ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' বা একিউআই মেপেছে। দিল্লির একিউআই ৫০০ পয়েন্টে স্কেলে ৪৮৬ স্কোর করেছে। এটা বায়ু দূষণের এক জরুরি অবস্থা প্রকাশ করে। ইতিমধ্যে অবশ্য বিভিন্ন অবস্থা সামাল দিতে সক্রিয় হয়েছে সরকার। সূত্র : এনডিটিভি

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে