বিনোদন ডেস্ক : বনশালীর পদ্মাবতী নিয়ে যারা শোরগোল করছেন তারা কি জানেন রানী পদ্মিনি আসলে কাল্পনিক চরিত্র। এমনই দাবি করলেন ইতিহাসবিদ ইমরান হাবিব।
উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ ইমরানের দাবি, ২৫০ বছর আগে আলাউদ্দিন খিলজি যখন চিতোর দুর্গ জয় করেছিলেন তখন রানি পদ্মিনি নাম শোনা যায়নি।
পরে ফার্সি কবি মালিক মোহাম্মদ জয়সীর পদ্মাবত কাব্যেই প্রথম রানি পদ্মিনির নাম শোনা যায়। সেখানেই তিনি লিখেছিলেন রাওয়াত রতন সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সিংহলি রাজকন্যা পদ্মিনির। তার রূপে মুগ্ধ হয়েই চিতোর আক্রমণ করেছিলেন আলাউদ্দিন খলজি।
কাজেই রানি পদ্মিনির অস্তিত্ব নিয়ে ইতিহাসে কোথাও কিছু লেখা নেই। একমাত্র সূত্র জয়সীর পদ্মাবত কাব্য। এমনই দাবি করেছেন ইরফান হাবিব। পুরো একটি কাব্যকে ইতিহাসে রূপ দেওয়া উচিত নয়।
সে কারণেই সরকারের উচিত এই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা। কারণ এতে রাজপুতানার ইতিহাস নিয়ে দর্শকদের কাছে ভুল বার্তা যাবে।
এমটিনিউজ/এসএস