বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:১০:৪৮

এবার মার্কিন চাপের মুখে সুচি ও মিয়ানমার সেনাবাহিনী

এবার মার্কিন চাপের মুখে সুচি ও মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বুধবার মিয়ানমারে পৌঁছেছেন। দেশটির সহিংসতাপূর্ণ রাখাইন রাজ্যের ব্যাপারে বেসামরিক নেতা অং সান সুকি এবং সেনা প্রধানকে চাপ দেয়াই তার এ সফরের লক্ষ্য।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর ব্যাপক দমনপীড়ন চালানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একদিনের এ সফরে এলেন। সামরিক দমনপীড়নের কারণে গত আগস্ট মাসের শেষের দিক থেকে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসঙ্ঘ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক নৃশংসতা চালানোকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছে।

তবে মিয়ানমারে সামরিক বাহিনী জোর দিয়ে জানায়, তারা কেবলমাত্র রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করেই অভিযান চালায়।

এ সফরের প্রাক্কালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা জানান, সফরকালে টিলারসন প্রথমে মিয়ানমারের সেনা কমান্ডার-ইন-চিফ মিন অং হলাংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি এ সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয়ার এবং এ নৃশংসতার ‘সঠিক তদন্ত’ করার আহবান জানাবেন।

এরপর তিনি নোবেল বিজয়ী নেত্রী সুকির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এ সময় টিলারসন সামরিক নিষেধাজ্ঞা আরোপের কোনো হুমকি দেবেন কিনা সে ব্যাপারে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি ।-এএফপি
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে