আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ সংঘর্ষের কারণে পাকিস্তানে কয়েকটি টিভি চ্যানেলসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে৷ ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷ সেই সঙ্গে কোনো টিভি চ্যালেন আন্দোলনরতদের দমনে নিরাপত্তাবাহিনীর অপারেশন লাইভ সম্প্রচার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নবী মুহাম্মদ সা.কে অবমাননার প্রতিবাদে অবস্থানরত ধর্মঘটকারীদের দমনের অংশ হিসেবে এ সিন্ধান্ত নেয়া হয়েছে৷ জিও নিউজের খবরে বলা হচ্ছে, ইতোপূর্বেই পাকিস্তানের বেশ কিছু টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে৷ ফলে বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলো৷ সরকার সে পথ বন্ধ করে দেয় সরকার৷
এদিকে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর পাক টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া ভালো ফল বয়ে আনবে না৷ বরং এতে মানুষের মাঝে ভুল বার্তা ছড়ানোর আশংকা রয়েছে৷ তিনি বলেন, মানুষ শোনা কথায় কান দেবে৷ এতে করে পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ মিডিয়া বন্ধ করে দেয়া কখনোই সমাধানের পথ হতে পারে না৷-জিও টিভি উর্দু
এমটিনিউজ২৪/টিটি/পিএস