মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭, ১১:১৫:০৫

‘সৌদি আরব মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে’

‘সৌদি আরব মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। আল-জাজিরা ও খালিজ অনলাইন-এর প্রতিবেদনে এখবর জানানো হয়।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সৌদি আরব প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করে কুটনৈতিক সঙ্কট তৈরি করছে এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরুর ঝুঁকি তৈরি করছে। আর সৌদি আরবের এ আধিপত্য প্রতিষ্ঠার অভিযানের সবশেষ লক্ষ্যবস্তু লেবানন বলেও উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, ‘লেবানন একটি দুর্বল দেশ। এ দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য চাপ দেওয়া এবং দেশটিতে সরকার শূন্য পরিস্থিতি তৈরি করাটা সবার জন্য খুব স্পর্শকাতর ও অফলপ্রসূ নীতি। এটা হলো একটি ছোট দেশের ওপর একটি বড় দেশের উৎপীড়ন। আমরা এমনটা কাতারের ক্ষেত্রে হতে দেখেছি এবং এখন লেবাননের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার দেশ (কাতার) বিমান চলাচলের জন্য সৌদি জোটের সীমানার বাইরে নতুন রুট চালু করতে সক্ষম হয়েছে। সৌদি জোটের আলোচনার জন্য যে ১৩ টি শর্ত দিয়েছে সেগুলো অবান্তর এবং এগুলো এমন শর্ত যেগুলো কখনই বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তারা (সৌদি জোট) প্রকৃত কোন সমাধান চায় না বরং আমাদের দেশকে তাদের অধীনস্ত বানাতে চায়। গ্রহণযোগ্য কোন অভিযোগ ছাড়াই তারা এ সংঘাতে লিপ্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, সৌদি জোটের অবরোধের কারণে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (পিজিসি)  সাময়িকভাবেকে ভঙ্গুর করে দিয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে