আান্তর্জাতিক ডেস্ক : আজ প্রকাশ করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৬৪টি গোপন ফাইল। তা নিয়ে এখন নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ফাইলগুলিতে কী তথ্য আছে তা নিয়ে। তবে কি এবার নেতাজির অন্তর্ধান রহস্য ফাঁস হবে?
গুমনামি বাবা কিংবা শৌলমারির সাধু কি ছদ্মবেশী নেতাজি? তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, জানিয়েছে মুখার্জি কমিশন৷ তাহলে তিনি কোথায় গেলেন? কী হল তাঁর? জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একটা দিন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উদ্যোগে রাজ্য সরকারের আর্কাইভে রাখা ফাইলগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে ফাইলবন্দি প্রকৃত নথিগুলি অনেকদিনের পুরানো। বহু ব্যবহারে নষ্ট হয়ে যেতে পারে। তাই সেগুলির প্রতিলিপি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাইলগুলি আপাতত রাখা হবে কলকাতা পুলিশ মিউজিয়ামের আর্কাইভে, এপিসি রায় রোডে (মানিকতলার কাছে)। রোববার ও অন্য ছুটির দিন বাদে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মিউজিয়ামে।
তবে নেতাজির পরিবার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেইসঙ্গে কেন্দ্রের কাছে সংরক্ষিত নেতাজি বিষয়ক ফাইলগুলিকেও প্রকাশ্যে নিয়ে আসার জোরালো দাবি উঠতে শুরু করেছে।
নেতাজি গবেষকদের মতে, রাজ্যের কাছে থাকা ফাইলগুলিতে ততটা গোপনীয় তথ্য নেই। যা আছে কেন্দ্রের মহাফেজখানায় রাখা ফাইলগুলিতে। তাই শুক্রবার ফাইল প্রকাশ্যে এলেও নেতাজি অন্তর্ধান রহস্য কতটা জনসমক্ষে আসবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস