রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ১০:২৪:০৫

ইসরায়েল সফর বাতিলের ঘোষণা দিচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো

ইসরায়েল সফর বাতিলের ঘোষণা দিচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট বৃষ্টি ছাড়াই ইসরায়েলি অর্থনীতিতে খাদ তৈরির সুযোগ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির ঘটনায় দুনিয়াজুড়ে বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মনোভাব। এর ধারাবাহিকতায় ইসরায়েল সফর বাতিলের ঘোষণা দিচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে চীন ও জাপানের একাধিক হাইটেক প্রতিনিধি দলের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। বুধবার ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার থেকে তাদের এমন ঘোষণা আসতে শুরু করে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম হারেৎজ।

ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস থেকে এরইমধ্যে ইসরায়েলে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। ২০১৮ সালের ১০ জানুয়ারি পর্যন্ত এটি বহাল থাকবে। ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন। দেশটির আশঙ্কা, সংঘাত ছড়িয়ে পড়লে তা দেশটিতে তাদের বিনিয়োগের জন্য ঝুঁকি তৈরি করবে।

ক্ষুদে ইলেকট্রিক কার নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিনগুলাতো। শনিবার সকালে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি উদ্যোক্তা জানতে পারেন ওই কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও দেশটিতে পূর্বনির্ধারিত সফরের ছয় ঘণ্টা আগে ওই সফর বাতিল করেছেন। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার সিরিজ বৈঠক হওয়া কথা ছিল।

চীনের বৃহত্তম ইন্টারনেট কোম্পানি টেনসেন্ট-এর একটি প্রতিনিধি দলও তাদের সম্ভাব্য সফর বাতিল করেছে। দেশটি সফরের তহবিল বাতিল করেছে জাপানি প্রতিষ্ঠান টয়োটা। রবিবার ওই সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইসরায়েলের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ১০ থেকে ২০ শতাংশ পুঁজি আসে চীন থেকে। এখন নিরাপত্তাজনিত কারণে চীন, জাপানের মতো দেশগুলো যদি ইসরায়েলে নতুন করে বিনিয়োগের সাহস না পায় তাহল সেটা নিঃসন্দেহে তেল আবিবকে অস্বস্তিতে ফেলবে। ঝুঁকি তৈরি হবে ইসরায়েলি অর্থনীতিতে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে