বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৫:৪৪

জেরুজালেম ইস্যুতে তুরস্কে ওআইসি সম্মেলন শুরু

জেরুজালেম ইস্যুতে তুরস্কে ওআইসি সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির বিরুদ্ধে তুরস্কের ইস্তানবুলে শুরু হয়েছে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) জরুরি সম্মেলন। ৫৭ জাতির এ সম্মেলন থেকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার আহ্বান জানানো হবে। বুধবারের সম্মেলনে মুসলিম দেশগুলোর বাইরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’ও অংশ নিয়েছেন।

সম্মেলনে পবিত্র জেরুজালেম শহরকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

জাতিসংঘের পর ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। ১৯৬৭ সালে এই জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় ফুঁসে উঠে মুসলিম বিশ্ব। ওই ঘটনাকে কেন্দ্র করে মরক্কোর রাজধানী রাবাতে এক ঐতিহাসিক সম্মেলনে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ওআইসি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩ ডিসেম্বর জেরুজালেম ইস্যুতে ওআইসি’র এ সম্মেলন শুরুর আগে বিষয়টি নিয়ে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্ক কোনও নিষেধাজ্ঞার কথা বলবে না। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হবে। মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে। সম্মেলন থেকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হবে। ইসরায়েলকে অবৈধ বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় এই বৈঠক আহ্বান করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ওআইসি সম্মেলনের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো, জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির বাস্তবিক প্রয়োগ সহজ হবে না।

বিষয়টি নিয়ে এরইমধ্যে রাশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, ইরান, নাইজেরিয়া, লেবানন, কাজাখস্তান ও আজারবাইজানের নেতাদের সঙ্গে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এছাড়া ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র শহর; এ ব্যাপারে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ-এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ।

এরদোয়ান বলেন, ইসরায়েল দখলদার রাষ্ট্র। তারা শিশু ও তরুণদের ওপর গুলিবর্ষণ করছে। গাজায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালাচ্ছে। দ্যর্থহীনভাবে বলতে চাই, শক্তিশালী রাষ্ট্র হওয়া মানেই তার অবস্থান সঠিক; এমনটা মনে করার কোনও কারণ নেই। বিশ্ব নেতাদের কাজ শান্তি বজায় রাখা, সংঘাত তৈরি করা নয়। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে