শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:৩২:৩৭

ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৫ ভাগে

ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৫ ভাগে

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  জনপ্রিয়তা কমছেই। সব মিলিয়ে ট্রাম্পের পক্ষে কথা বলছে মাত্র ৩৫ শতাংশ মার্কিন। গত মার্চের জরিপে ট্রাম্পের পক্ষে ৪৫ শতাংশ সমর্থন পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এক জরিপে জানিয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ ভাগে। গত মার্চে তার জনপ্রিয়তা ছিল ৪৫ ভাগ। গত ১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১,০০১ জনের ওপর সিএনএন জরিপ পরিচালনা করে।

জরিপ বলছে, ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের সমর্থন ৮৬ শতাংশ আর বিরোধী ডেমোক্র্যাট শিবিরের সমর্থন মাত্র ৪ শতাংশ। এ ছাড়া সাধারণ ভোটারদের ৩৩ শতাংশ ট্রাম্পের প্রতি তাদের সমর্থনের কথা জানায়। সার্বিকভাবে ৫৯ শতাংশ মার্কিন জানিয়েছে, ট্রাম্প যেভাবে প্রেসিডেন্সি চালাচ্ছেন, সেটাতে তাদের সম্মতি নেই।

যাদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে হোয়াইট হাউজের ঠিকানা নিশ্চিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, দায়িত্ব নেয়ার ৯ মাসের মাথায় সেই গ্রামাঞ্চলেও তার জনপ্রিয়তা কমেছে বলে এক জরিপে দেখা গেছিল।-সিএনএন
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে