শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:২০:২২

মার্কিন নিরাপত্তা বাহিনীতে ঢুকে পড়েছে আইএস!

মার্কিন নিরাপত্তা বাহিনীতে ঢুকে পড়েছে আইএস!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা শুক্রবার মার্কিন নৌবাহিনীর এক সাবেক সৈন্যকে গ্রেফতার করেছে। বড়দিনে সান ফ্রানসিস্কোতে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ইসলামিক স্টেট নামের উগ্রপন্থী গ্রুপ দ্বারা অনুপ্রাণিত এ মেরিন সৈন্যকে গ্রেফতার করা হয়। আদালতের নথি থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ক্রিস্টোফার ম্যাককিনির জমা দেয়া প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাক চালক এভারিট অ্যারোন জেমসন (২৬) নগরীর ব্যস্ত পিয়ার ৩৯ টুরিস্ট স্পট লক্ষ্য করে হামলা চালানোর ষড়যন্ত্র করছিল।

এ সন্দেহভাজন জিজ্ঞাসাবাদে জানায়, ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে জনাকীর্ণ স্থান লক্ষ্য করে সে এ হামলা চালাতে চেয়েছিল। এক্ষেত্রে হামলা চালানোর সবচেয়ে মোক্ষম দিন ছিল ক্রিসমাস।
প্রতিবেদনে আরো বলা হয়, জেমসনের হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার কোন পরিকল্পনা ছিল না। সে মারা যাওয়ার জন্য প্রস্তুত ছিল।

খবরে বলা হয়, ক্যালিফোর্ণিয়ার মোডেস্টোতে এ সন্দেহভাজনের বাড়িতে বুধবার এফবিআই এজেন্টরা তল্লাশি অভিযান চালায়।
এফবিআই জানায়, জেমসন ২০০৯ সালে মার্কিন নৌবাহিনী থেকে বুনিয়াদি প্রশিক্ষণ নিয়ে ‘শার্পশুটারের’ ওপর স্নাতক করেন। তবে বংশগত রোগ অ্যাজমার বিষয়টি গোপন করায় পরে তাকে বরখাস্ত করা হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে