শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:২১:২৭

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিন, যুক্তরাষ্ট্রকে রাশিয়া

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিন, যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, জাতিসংঘ ও দামেস্কের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্র সেখানে সেনা মোতায়েন করেছে। এদিকে, দামেস্ক সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চুক্তি অনুযায়ী পূর্ব ঘৌটা থেকে এ পর্যন্ত ৩৫ জন অসুস্থ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। একই চুক্তির অধীনে ৩৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা।

সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চুক্তি অনুযায়ী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অবরুদ্ধ পূর্ব ঘৌটা থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবীরা। রেড ক্রিসেন্টের আন্তর্জাতিক কমিটি 'আইসিআরসি' জানায়, মঙ্গলবার থেকে এ পর্যন্ত ৩০ জনের বেশি অসুস্থ নারী ও শিশুকে দামেস্কে নিয়ে যাওয়া হয়েছে। এর বিনিময়ে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা।

তবে চলমান পরিস্থিতি বিবেচনায় নিজেদের স্বার্থ রক্ষার অস্ত্র হিসেবে মানবিক পদক্ষেপকে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছে 'আইসিআরসি।

এরমধ্যেই জঙ্গিগোষ্ঠী ফাতাহ আল-শামকে পরাজিত করে উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আরো একটি এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। এ অভিযানে ফাতাহ আল-শামের বেশ কয়েকজন সদস্য নিহতের পাশাপাশি তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়।

এদিকে, দামেস্ক সরকার ও জাতিসংঘের অনুমতি ছাড়া সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি অবৈধ উল্লেখ করে অবিলম্বে দেশটি থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে, সিরীয় সরকার শিগগিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে আশা প্রকাশ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

একইদিন সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে রুশ সেনাদের সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে সেনাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, রুশ সেনাদের বীরত্বপূর্ণ অবদানের কারণে সিরিয়া রক্ষা পেয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে