ভারতে খুলল প্রথম 'জেন্ডার ইউনিভার্সিটি'
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রায় বুহু দেশে অনেক আগেই লিঙ্গ বৈষম্য দূর করতে জেন্ডার ইউনিভার্সিটি খোলা হয়েছে। সেই সূত্র ধরে ভারতে এই প্রথম খুলছে জেন্ডার ইউনিভার্সিটি বা লিঙ্গ বিশ্ববিদ্যালয়। কিন্তু লিঙ্গ বিশ্ববিদ্যালয়ে কী পড়ানো হবে, প্রশ্ন আসতে পারে।
উত্তর-অন্তত দেশের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়, ছেলে-মেয়ে বিভেদ আসবে না। বরং, আগামীদিনে দেশের লিঙ্গ বৈষম্য দূর করতেই এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা নেবে বলে বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা।
কোথায় হচ্ছে, এই বিশ্বিবিদ্যালয়? ঈশ্বরের আপন দেশে অর্থাত্, কেরলে। কোঝিকোড় জেলাতেই জেন্ডার পার্ক বা লিঙ্গ পার্ক গড়ে তোলা হয়েছে। এই পার্কের সিইও টি এন সুনীশ বলেছেন, 'দেশে লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে এবার সত্যিই শিক্ষিত হওয়ার সময় এসেছে। আমরা বা আমাদের সরকার শিল্প বা অর্থনৈতিক পরিকাঠামো বাড়াতে সচেষ্ট হয়, কিন্তু কখনও লিঙ্গ বৈষম্য দূর করতে চেষ্টা করেনি। আমরা সেটাই করছি। কেরল সরকারের এই অবদান অনস্বীকার্য। আশা, আমরা দেশ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে পারব।'
১৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ