বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৫:২২:১৪

বোমা দেবে না আমেরিকা

বোমা দেবে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার জন্য আমেরিকাকে দায়ী করেছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। একইসঙ্গে সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রি না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাহলে হিউম্যান রাইটসের এই আহ্বান কানে নিয়ে আমেরিকা কী সৌদি আরবের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে? রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। এইচআরডাব্লিউ বলেছে, ইয়েমেন যুদ্ধে জড়িয়ে সৌদি আরব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত করে দেখার আগ পর্যন্ত ওবামা প্রশাসনের উচিত- সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ রাখা। সম্প্রতি, সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রির জন্য আমেরিকা একটি চুক্তি করেছে। এরপর এইচআরডাব্লিউ বিবৃতি দিয়ে সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানালো। চলতি সপ্তাহের প্রথম দিকে পেন্টাগন বলেছিল, সৌদি আরবের কাছে ১২৯ কোটি ডলারের স্মার্ট বোমা বিক্রির জন্য পররাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। সে সময় পেন্টাগন বলেছে, তারা রাজকীয় সৌদি বিমান বাহিনীকে স্মার্ট বোমা সরবরাহ করে ইয়েমেন যুদ্ধে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে