‘চীন-পাকিস্তান সম্পর্কে অন্য দেশের শঙ্কিত হওয়ার কিছু নেই’
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, চীন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে অন্য কোনো দেশের শঙ্কিত হওয়ার কিছু নেই। চীনের পাশাপাশি সব আঞ্চলিক এবং বিশ্ব শক্তির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের উন্নয়ন ঘটছে বলেও জানিয়েছেন তিনি।
রাজধানী ইসলামাবাদে এক সেমিনারে তিনি বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে যোগাযোগ সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দু'দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দিয়েছে। এতে অন্য কোনো দেশের শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ছাড়া, বিশ্ব এবং এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশগুলোর সঙ্গে পাকিস্তান দীর্ঘমেয়াদি, টেকসই এবং পারস্পরিক উপকারি সম্পর্ক স্থাপন করতে চায় বলেও জানান তিনি।
দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে চীনের কৌশলগত মিত্র পাকিস্তান। সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার জন্য দু'দেশ সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্প শুরু করা হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ইসলামাবাদ সফরের সময় এ প্রকল্প শুরু করা হয়। সিপিইসি’র কঠোর বিরোধিতা করছে ভারত। সূত্র : রেডিও তেহরান।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�