বোমাতঙ্কে বিমান অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসগামী বিমানে বোমাতঙ্কের হুমকির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের বোমায় বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইএস। হুমকি পেয়ে পোল্যান্ড থেকে মিশরগামী বিমান জরুরি অবতরণ করল প্রতিবেশী দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বিমানে সেই সময় ১৬১ জন যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই আপাতত নিরাপদে রয়েছেন।
বিমান খালি করে তল্লাশি চালানো হলেও মেলেনি কােন কিছুই, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার জেরে ওই বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�