বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৮:০২:২১

মুসলমানকে জড়িয়ে ধরে কাঁদলেন প্যারিসরা

মুসলমানকে জড়িয়ে ধরে কাঁদলেন প্যারিসরা

আন্তর্জাতিক ডেস্ক : শোকের শহর প্যারিস। গত শুক্রবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হামলায় ১২৯ জনমারা যান। সেখানে এক চোখ বাঁধা মুসলমানকে জড়িয়ে ধরে কাঁদলেন প্যারিসবাসী। নিহতদের স্মরণে যখন কাতর গোটা প্যারিসবাসী ঠিক সেই সময় একজন চোখ বাঁধা মুসলমান ২টা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তায়। তার ১ম ব্যানারে লেখা ‌‘আমি একজন মুসলিম কিন্তু আমাকে বলা হয়েছে আমি একজন সন্ত্রাসী’, ২য় ব্যানারে লেখা ‘আমি তোমাদের বিশ্বাস করি, তোমরা কি আমাকে বিশ্বাস করবে?’ বিশ্বব্যাপী আইএসের সন্ত্রাসী হামলার কারণে বিশ্বের মুসলমানরা চাপের মুখে পড়েছে। ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ টুইনটাওয়ারে হামলার পর মুসলমানরা এ ধরনের সঙ্কটে পড়েছিলেন। পশ্চিমা বিশ্ব ভাবতে শুরু করে, মুসলমান মানেই ধর্মান্ধ সন্ত্রাসী। এবারের ঘটনায় তা আরেকবার প্রমাণ হলো। কিন্তু প্যারিস শহরের চোখ বাঁধা সেই মুসলমান দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি দুঃসাহস নিয়ে প্রকাশ্যে প্রমাণ করলেন একজন মুসলমান আর একজন ধর্মান্ধ সন্ত্রাসীর পার্থক্য। প্যারিসবাসী এই মুসলমানকে জড়িয়ে ধরে একসাথে কেঁদেছেন। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই ভদ্রলোকের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। একপর্যায়ে ওই মুসলমান ব্যক্তি নিজের বাঁধা চোখ খোলেন। এরপর সবার উদ্দেশ্যে তিনি বলেন, আমি যে কাজটা করেছি তা সবাইকে অবগত করার জন্য তথ্যটা তুলে ধরেছি, আমি একজন মুসলিম কিন্তু মুসলিম হওয়ায় আমি সন্ত্রাসী না। মুসলমান কখনোই নিরাপরাধ মানুষ হত্যা করে না। এসময় তিনি প্যারিসে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে