ঘোড়া বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৩ জনের
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলের মধ্য থেকে একটি ঘোড়াকে বাঁচাতে গিয়ে তিনজন ইউরোপীয় কর্মী মারা গেছেন। নরওয়ে, ব্রিটেন ও জার্মানির এই তিন নাগরিকের লাশ একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতরে পাওয়া গেছে। দাবানলে আরেক কৃষক মারা গেছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।
পার্থের প্রায় ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে ইস্পারান্স অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারি দমকল ও জরুরী সেবা সংস্থার কমিশনার ওয়েন গ্রেগসন বলেন, ‘হতাহতের ঘটনা সব সময়ই দুঃখজনক।
দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে কয়েকশ’ দমকল কর্মী কাজ করছে। কিন্তু প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। উপদ্রুত অঞ্চলে বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটারে পৌছেছে।
স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছিলেন, নিহত তিন ইউরোপীয় দমকল কর্মী যাওয়ার পথে ভুল দিকে মোড় নিয়েছিলেন। তারা লিন্ডা ক্যাম্পবেল নামে এক অস্ট্রেলিয়ান নারীর প্রতিষ্ঠানে কাজ করতেন।
লিন্ডা বলেন, তারা যদি বাম দিকে না গিয়ে ডান দিকে যেত, তাহলে তাদের মরতে হতো না।
সরকারি দমকল ও জরুরি সেবা সংস্থার কমিশনার ওয়েন গ্রেগসন বলেন, দুঃখজনক হলো পুলিশ এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। উল্লেখ্য, চলতি গ্রীষ্মে সংশ্লিষ্ট অঞ্চলে এই প্রথম দাবানলের ঘটনা ঘটল।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�