বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৯:১৮:৫৩

প্যারিস হামলার মূলহোতা নিহত : ফরাসি পুলিশ

প্যারিস হামলার মূলহোতা নিহত : ফরাসি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার মূল চক্রী আবদেল হামিদ আবাউদ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সেই খবর নিশ্চিত করেছে ফ্রান্সের পুলিস। আবাউদের মৃত্যু নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ নেই বলেই জানিয়ে দিল তারা। সাত ঘন্টা অভিযান শেষে নিহত হয়েছে দুই জঙ্গি এবং গ্রেফতার হয়েছে সাত জন। প্যারিস হামলার মূল চক্রী আব্দেলহামিদ আবাউদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে গতকাল সেন্ট ডেনিস শহরতলীতে দিনভর চলে পুলিশ-জঙ্গি গুলির লড়াই। সেন্ট ডেনিসে হামলার ষড়যন্ত্রকারীরা লুকিয়ে রয়েছে, খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও সোয়্যাট টিম। সন্দেহভাজন জঙ্গিদের ঘাঁটি ঘিরে ফেলে পুলিশ। তখনই ভিতর থেকে পালটা গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পুলিশের গুলিতে খতম হয় আবাউদ। কাল প্যারিসের অদূরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গোপন আস্তানায় ফরাসি পুলিশের অতর্কিত হামলায় যে জঙ্গিরা প্রাণ হারিয়েছিল, তার মধ্যে আবাউদ অন্যতম। তার আঙুলের ছাপ মিলিয়েই ফরাসি পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। আবাউদের গোটা শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। অন্যদিকে আরেক মহিলা জঙ্গি ফিদায়েঁ বিস্ফোরণে নিহত। এর আগে ফরাসি পুলিশের সন্দেহ ছিল, হামলার ঘটনার পরেই হয়তো আবাউদ সিরিয়ায় পালিয়ে গিয়েছে। নিহত জঙ্গির আঙুলের ছাপ মিলে যাওয়ায় প্রমাণ হল, ফরাসি পুলিশের ধারণা ভুল ছিল। গত বছর আবাউদ তার দেশ বেলজিয়াম ছেড়ে পালিয়ে গিয়েছিল সিরিয়ায়, আইএস জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে। প্যারিসে হামলা চালানোর আগে আবাউদ ছিল গ্রিসে। অন্যদিকে, ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর প্রস্তাব নিয়ে এদিন ফরাসি পার্লামেন্টে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ভালস। কাল শুক্রবার এই প্রস্তাব যাবে পার্লামেন্টের উচ্চকক্ষে। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে