আইএস দমনে ফ্রান্স-আমেরিকার পাশে কানাডাও
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো বৃহস্পতিবার জানিয়ে দিলেন, ইসলামিক স্টেট ধ্বংসে আমেরিকার পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে কানাডা। ইরাক ও সিরিয়াতে কানাডার বায়ুসেনার অভিযান আরও জোরদার করা হবে। সেনা ফেরানোর কোনও প্রশ্নই ওঠে না।
ত্রুদো এদিন বলেন, ‘কানাডা আমেরিকার পাশেই আছে। আইএস দমনে জোটসঙ্গীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে কানাডা।’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এক বৈঠকের পর এ কথা জানালেন ত্রুদো। খবর রয়টার্স।
১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�