বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১১:২৩:৫০

‘ধর্ম না বদলালে বিয়ে অবৈধ’

‘ধর্ম না বদলালে বিয়ে অবৈধ’

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু মহিলার সঙ্গে ক্রিস্টান পুরুষের বিয়ে আইনের চোখে কখনোই বৈধ নয়, যদি না তাদের একজন কেউ ধর্মান্তরিত হয়ে থাকেন। এক মামলার রায়ে এমনটাই জানাল মাদ্রাজ হাইকোর্ট। ভিন্ন ধর্মে মেয়ের বিয়ে নিয়ে মাদ্রাজ হাইকোর্টে হেবিয়াস কারপাস পিটিশন ফাইল করেছিলেন মা-বাবা। সেই মামলার রায়ে বিচারপতি পিআর শিবকুমার ও বিচারপতি ভিএস রবির ডিভিশন বেঞ্চ জানান, যদি ওই দম্পতির বিয়ে হিন্দু মতে হয়ে থাকে, তবে ছেলেটিকে হিন্দু হতে হবে। আর খ্রিস্টান মতে বিয়ে হলে, মেয়েটিকে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হতে হবে। না হলে, তাদের বিয়ে আইনি ভাবে বৈধ নয়। তবে, নববিবাহিত ওই দম্পতিকে বিকল্প পথের সন্ধানও দিয়েছেন বিচারপতিদ্বয়। ১৯৫৪-র স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে যদি তারা রেজিস্ট্রি করে নেন, তা হলেই আইনের চোখে এই বিয়ে স্বীকৃত হবে। সেক্ষেত্রে দু'জনেই তাদের ধর্ম নিয়ে থাকতে পারবেন। মামলা দায়েরের পরেই নববধূককে কোর্টে তোলে পুলিশ। মেয়েটি বিচারপতিকে জানান, তারা পালানির একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। তখনই বিচারপতিদ্বয় বলেন, ছেলেটি ধর্মান্তরিত হয়ে হিন্দু না হলে, কী করে এই বিয়ে হিন্দু বিবাহ আইন অনুযায়ী স্বীকৃত হবে? এর পরেও মেয়েটি আদালতে জানান, এই বিয়ে আইনি ভাবে স্বীকৃতি না হলেও, তিনি ছেলেটির সঙ্গে যেতে চান। আদালত তাতে আপত্তি করেনি। বিচারপতিদ্বয় বলেন, মেয়েটি সাবালিকা হওয়ায়, যেখানে খুশি যেতে পারেন। আইনি ভাবে বিয়ে গ্রাহ্য না হলেও, এ ক্ষেত্রে কোনও সমস্যা নেই। সূত্র : টাইমস অপ ইন্ডিয়া। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে