শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০২:০২:৩৬

প্যারিসের পর হামলা আতঙ্কে নিউইয়র্ক

প্যারিসের পর হামলা আতঙ্কে নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক হামলার হুঁশিয়ারি আগেই ছিল। এবার আইএসয়ের নয়া ভিডিও ঘিরে তটস্থ পশ্চিমী দুনিয়া। আইএসের নতুন ভিডিওতে গানের মধ্যমে নিউ ইয়র্কে হামলার ব্লুপ্রিন্ট প্রকাশ। ভিডিওতে প্রথমে আইএসেরর বিরুদ্ধে যুদ্ধঘোষণা ওলাঁদের । আর তারপরেই দেখা যাচ্ছে একজন আত্মঘাতী জঙ্গিকে। RDX,IEDর মাধ্যমে কীভাবে তৈরি হচ্ছে সুইসাইড বোম্বারের ভেস্ট, তার ছবিও বিশদে ধরা পড়েছে ক্যামেরায়। পিছনে আরবিক ভাষায় রয়েছে একটি গানও। পাঁচমিনিট একচল্লিশ সেকেন্ডের টেপের শেষের অংশেই বেড়েছে আতঙ্ক। সেখানে দেখা যাচ্ছে হামলা চালানোর উদ্দেশে নিউ ইয়র্কের হ্যারাল্ড স্কোয়ারে ঢুকে পড়েছে জঙ্গি। ভিডিওয়ে ধরা পড়েছে ম্যাসির ডিপার্টমেন্টাল স্টোর থেকে গ্যাপের শোরুমও। এরপর রাতেই কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয় নিউ ইয়র্কের নিরাপত্তা। তবে পুরো ভিডিওটি মুখ দেখা যায়নি জঙ্গির। এই বিষয়টিই এখন নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার একাংশের দাবি, ভিডিওটি গত এপ্রিল মাসেই প্রকাশ করে আইএস। তবে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কীভাবে তাতে ওলাঁদের ভাষণের ছবি থাকতে পারে। গোয়েন্দাদের কেউ কেউ মনে করছেন আতঙ্ক ছড়াতেই ফের এডিট করে ভিডিওটি প্রকাশ করেছে ইসলামিক স্টেট। ২০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে