ইরানে সুখোই সুপারজেট তৈরি করবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে স্থানীয়ভাবে ‘সুখোই সুপারজেট-১০০’ বিমান তৈরি করার বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে রাশিয়া। এ আলোচনা সফল হলে পুরনো বিমানগুলোর জায়গায় ইরানে তৈরি সুখোই সুপারজেট-১০০ বিমান চালু করা হবে।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন এ বিমানকে অত্যাধুনিক বাণিজ্যিক বিমান হিসেবে উল্লেখ করে বলেন, রাশিয়া ২০২০ সালের আগেই সুখোই সুপারজেটের বড় একটি চালান ইরানের কাছে হস্তান্তর করতে পারে। রোগোজিন রুশ গণমাধ্যমকে বলেছেন, সম্ভাব্য সে চালানে ১০০ বিমান থাকবে। এসব বিমান আঞ্চলিক রুটে চলাচল করবে।
ইরানে দু দিনের সফরের সময় রোগোজিন রোসিয়া বলেন, তেহরান যদি প্রস্তুতকৃত বিমান কেনার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তাহলে এসব বিমানের একটি অংশ স্থানীয়ভাবে উৎপাদন করা হবে। এছাড়া তিনি জানান, গতরাতে ইরানের একটি বড় এয়ারলাইন্স কোম্পানির সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে বহুসংখ্যক বিমান হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি এ সংখ্যাকে ১০০ বলে উল্লেখ করেন।
ইরানের ওপর দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার কারণে দেশটির এয়ারলাইন্সের বেশিরভাগ বিমান পুরনো। ইরান এসব বিমান পাল্টানোর বিষয়ে বহু আগে থেকেই চেষ্টা করছে।
২০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ