সন্ত্রাস হামলার শিকারে শীর্ষ দশে ভারত
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সালে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হওয়া শীর্ষ ১০ দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত।
বিশ্ব সন্ত্রাস সূচক ২০১৫ (জিটিআই) এর তৃতীয় সংস্করণে এ তথ্য দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
আর সারা বিশ্বে সন্ত্রাসী হামলায় নিহত অর্ধেকের বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী ইসলামিক স্টেট (আইএস) ও আফ্রিকার বোকো হারাম জঙ্গি গোষ্ঠী।
জিটিআই এর তালিকায় সবচেয়ে বেশি সন্ত্রাসের শিকার হওয়া মোট ১৬২টি দেশের নাম রয়েছে। সন্ত্রাসের শিকার হওয়া পাকিস্তান রয়েছে চার নম্বরে এবং যুক্তরাষ্ট্র ৩৫ নম্বরে।
২০১৪ সালে ভারতে সন্ত্রাসের হামলাতে প্রাণ হারানো মানুষের সংখ্যা ১.২০ শতাংশ বা ৪১৬ বেড়েছে। ২০১০ সালের পর যা এখন পূর্যন্ত সর্বোচ্চ।
ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, ২০১৩ সালের তুলনায় পরের বছরে ভারতে সন্ত্রাসী হামলার ঘটনা ২০ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে দেশটিতে ৭৬৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
২০১৪ সালে ভারতে সক্রিয় দুইটি ইসলামপন্থি জঙ্গি সংগঠন ছিল লস্কর-ই-তৈয়বা (এলইটি) এবং হিজবুল মুজাহিদিন।
২০১৪ সালে পাকিস্তান ভিত্তিক এলইটি ভারতে ২৪ জনের এবং হিজবুল মুজাহিদিন ১১ জনের মৃত্যুর জন্য দায়ী।
২০১৩ সালে একমাত্র হিজবুল মুজাহিদিন ভারতে আত্মঘাতী বোমা হামলা চালায়। তবে ২০১৪ সালে দেশটিতে কোনো আত্মঘাতী হামলা হয়নি বলে জিটিআই এর প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালে সারা বিশ্বে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়েছে, এ সংখ্যা ৩২,৬৫৮। যেখানে ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৮,১১১।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মাত্র দুইটি জঙ্গি সংগঠন আইএস ও বোকো হারাম বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় ৫১ শতাংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী।
“বোকো হারাম ২০১৫ সালের মার্চে আইএস এর পশ্চিম আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপি) শাখার আনুগত্য স্বীকার করে। বোকো হারাম প্রায় ৬,৬৪৪ জন মানুষের মৃত্যুর জন্য দায়ী। যেখানে আইএস এর হামলায় মারা গেছে ৬,০৭৩ জন।”
২০, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�