শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৩:৫৩:০৪

জাতিসংঘে ওলাঁদের ‍বিশেষ প্রস্তাব

জাতিসংঘে ওলাঁদের ‍বিশেষ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে একটি শক্তিশালী আন্তর্জাতিক জনমত গড়ে তোলার লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বিশেষ পরিকল্পনা করেছেন। তার এই পরিকল্পনার অংশ হিসেবে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব নেতৃত্বের সমর্থন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া রেজোলিউশন পেশ করেছে ফ্রান্স। এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেবার আহ্বান জানিয়ে পৃথক আরেকটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, প্যারিস হামলায় জড়িতদের কেউ কেউ ইউরোপে শরণার্থীদের প্রবেশের সুবিধা নিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে ফ্রান্সে ঢুকে পড়েছিল। কর্তৃপক্ষ বলছে, হামলার পরপরই তারা জানতে পেরেছে যে হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ সিরিয়া থেকে গ্রীস হয়ে ফ্রান্সে প্রবেশ করেছিল। তবে, ঐ ব্যক্তি শরণার্থী ছিল কি না তা জানা যায়নি। এদিকে, ফ্রান্সে শুক্রবার সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী বলে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আব্দেলহামিদ আবাউদ মারা গেছে। ফরাসী সরকার জানাচ্ছে গতকাল প্যারিসের স্য দেনি এলাকায় পুলিশ অভিযানে নিহত দুজনের একজন ছিল ঐ ব্যাক্তি। ওদিকে শুক্রবার আরোপ করা জরুরী অবস্থার মেয়াদ আরো অন্তত তিন মাস বাড়তে চলেছে ফ্রান্সে। সূত্র: বিবিসি ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে