শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ১১:১৩:৩১

দীর্ঘ ১২ বছর তরুণীর গায়ে পানি লাগেনি এক ফোটাও

দীর্ঘ ১২ বছর তরুণীর গায়ে পানি লাগেনি এক ফোটাও

আন্তর্জাতিক ডেস্ক : পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারেনা। কিন্তু এই পানিই মানুষের মৃত্যুর কারণ হয় এই কথা সকলেই জান রয়েছে। তবে জীবনই হোক আর মৃত্যু এই পানি ছাড়া যে একদিনও জীবন চলেনা। কিন্তু অবাক করা এক বাস্তবতা দেখালে নিকি হার্স্টে। নিকি থাকেন ইংল্যান্ডে। জাতিতে ব্রিটিশ নাগরিক। গত ১২ বছর ধরে গোসল করা হয়নি তার একবারও। কারণ, জল সহ্য হয় না নিকির শরীরে। গায়ে, মানে ত্বকে এক ফোঁটা জল লাগলেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন নিকি। তাই গত ১২ বছর ধরে ডাক্তাররা তাকে বিশেষ শুশ্রুষা করছেন। নারী যখন, তখন বাড়ির কাজও তো তাকে কিছু করতে হয়। যাতে জল হাতে লাগার সম্ভবনা। কিন্তু সেই ধরনের কাজগুলো করার সময় যাতে হাতে জল না লাগে সেইজন্য হাতে গ্লাভস পরে নেন নিকি। ৫০ লক্ষ মানুষের মধ্যে এমন ঘটনা, কেবল একজনের হতে পারে, ডাক্তাররা এমনটাই বলছেন। জল পান করাটাও বিপজ্জনক হয়ে গিয়েছে নিকির। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে জল দেওয়া হয়। প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। না, গোটা ইংল্যান্ডে আর একজনের ক্ষেত্রেও এমনটা করতে হয় না। তাহলে কি নিকি সুস্থ হবেনই না! ডাক্তাররা বলছেন, না সুস্থ হবেন না। কিন্তু এরকমভাবেই নিয়মিত চিকিত্‍সা করে যেতে থাকলে, বাঁচতে অসুবিধা নেই তার। ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে