শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৫:০৫:৫৯

পাখির স্বাধীনতা নিয়ে আদালতে মামলা!

পাখির স্বাধীনতা নিয়ে আদালতে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : পাখি কি খাঁচায় থাকবে, না বনের পাখি বনে ওড়ে যাবে? এবার এসিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট! পাখিদের আকাশে ওড়ার স্বাধীনতা আছে কিনা, শীর্ষ আদালতের প্রশ্নের-জবাবেই এবার তা ঠিক হবে! পাখিদের আকাশে ওড়ার স্বাধীনতা নিয়ে গুজরাট হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় একটি পশুপ্রেমী সংগঠন। মামলাটি গ্রহণ করতে সম্মত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচএল দাট্টুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই মামলায় একদিকে যেমন নির্ভর করছে পাখিদের আকাশে ওড়ার স্বাধীনতা, তেমন অন্যদিকে গোটা ভারতের পাখি বিক্রেতাদের রুটিরুজি। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। ২০১১-র মে মাসে গুজরাট হাইকোর্টের রায়ে বলা হয় যে, খাঁচাবন্দি সমস্ত পাখিকে মুক্তি দিতে হবে। আকাশে ওড়া পাখিদের প্রাথমিক অধিকার। এই অধিকার কখনোই ক্ষুণ্ণ করা যাবে না। এর ফলে সমস্যায় পড়েন পাখি বিক্রেতারা। Prevention of Cruelty to Animals Act and the Wildlife Protection Act-এর অধীনে পাখি বিক্রেতাদের বিরুদ্ধে যে কেউ অভিযোগ দায়ের করতে পারেন। গুজরাট হাইকোর্টের এই রায়কে হাতিয়ার করে অনেক সময়ই পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি পাখি বিক্রেতাদের হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এই আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগকারীদের হয়ে প্রশ্ন করছেন প্রবীম আইনজীবী সালমান খুরশিদ। তার বক্তব্য, ১৯৬০ সালে পাশ হওয়া Prevention of Cruelty to Animals Act এবং ১৯৭২ সালে পাশ হওয়া Wildlife Protection Act-এ পাখিদের রক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। গুজরাট হাইকোর্টের রায় এই দুই আইনকে ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাড়িতেও পোষ্যর প্রয়োজন আছে বলে যুক্তি তার। পাখি ও পশুরা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বলে জানিয়েছেন এই প্রবীণ আইনজীবী। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে