শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৫:৩৬:৫৩

জঙ্গিমুক্ত মালির হোটেল, মৃত ২৭

জঙ্গিমুক্ত মালির হোটেল, মৃত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর জঙ্গিমুক্ত হয়েছে পশ্চিম আফ্রিকার মালির হোটেল রেডিসন। এই হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জন বলে জানা যায়। এদের মধ্যে অনিতা অশোক দাতার নামে এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকও রয়েছেন। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। মালির রাজধানী বামাকোর রেডিসন ব্লু হোটেলে আল কায়দার সহযোগী জঙ্গি সংগঠন ইসলামিক মাঘরেবের সঙ্গে যৌথভাবে হামলার দায় স্বীকার করেছে আল-মৌরাবিতুন নামে আরও এক জঙ্গি সংগঠন। শুক্রবার বামাকোর রেডিসন ব্লু হোটেলের দখল নেয় জঙ্গিরা। বন্দি করে ১৭০ জনকে। যাদের মধ্যে ২০ জন ভারতীয়ও ছিলেন। শুরু হয় জঙ্গি-পুলিশ গুলির লড়াই। তারই মধ্যে ২৭জন বন্দিকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। দীর্ঘক্ষণের চেষ্টায় ৮০ জন বন্দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার করা হয় ২০ জন ভারতীয়কেও। এই ঘটনার প্রেক্ষিতে মালিতে ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে