শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৬:০৮:১৪

ওবামার পর এবার ওলাঁদ

ওবামার পর এবার ওলাঁদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৬৭তম সাধারণতন্ত্র দিবসে অতিথি হয়ে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দিল্লির কুচকাওয়াজে উপস্থিত থাকবেন তিনি। সরকারিভাবে ফ্রান্সের পক্ষ থেকে ভারতের আমন্ত্রণ গ্রহণ করার খবর জানানো হয়েছে। এ বছর ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে। এর আগে প্রথম ইউপিএ আমলে ২০০৮ সালের সাধারণতন্ত্র দিবসে এসেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। দীর্ঘ ১৮ বছরের দায়িত্ব পালনের পর ২০১২ সালের নির্বাচনে সরে যেতে হয় সারকোজিকে। তারপর থেকেই ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। প্যারিস হামলার পর ওলাঁদ ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য সমগ্র বিশ্বকে একজোট হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফ্রান্সে এখন যুদ্ধ চলছে। যদিও আমরা কোনও সভ্যতার বিরোধী নই৷ আমরা মনে করি, সন্ত্রাসবাদীরা কোনও সভ্যতার প্রতিনিধি নয়। সমগ্র বিশ্বকে যে সমস্ত সন্ত্রাসবাদী শক্তি ভয় দেখাচ্ছে, আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে’৷ ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে