আত্মঘাতী হামলা নিয়ে মালয়েশিয়ায় সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় আত্মঘাতী হামলা চালাতে পারে জঙ্গিরা। আসিয়ান শীর্ষ সম্মেলন শুরুর দিনেই এমন সতর্কবার্তা দিল পুলিশ। রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ এশিয় দেশগুলিকে নিয়ে আজ থেকেই শুরু হল আসিয়ান শীর্ষ সম্মেলন। এই সময় ফিলিপাইন ও আইএস জঙ্গি সংগঠন যৌথভাবে আত্মঘাতী হামলা চালাতে পারে বলে মালয়েশিয় পুলিশ সতর্ক করেছে।
আত্মঘাতী হামলাকারীদের মধ্যে ১০ জন মহিলা জঙ্গি রয়েছে। সপ্তাহ শেষে দু'দিনের এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে যোগ দেওয়ার কথা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রধানমন্ত্রী-সহ বিশ্বের ১৮টি দেশের নেতাদের। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ ফিলিপাইনে বসে সম্মেলন চলাকালীন জঙ্গি হামলার ছক কষা হয়েছে। সতর্কতা হিসেবে গোটা মালয়েশিয়া জুড়েই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী। সূত্র : এবিপি আনন্দ।
২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�