প্যারিসে হামলার দ্বিতীয় গাড়িটিও উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলায় জঙ্গিদের ব্যবহৃত দ্বিতীয় গাড়িটির খোঁজ পেল ফরাসি পুলিশ। রেঁস্তোরায় হামলায় কালো রঙের এই গাড়িটিই ব্যবহার করেছিল জঙ্গিরা। রবিবার প্যারিসের শহরতলিতে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
প্যারিস পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া কালোগাড়িটি ছ'টি জায়গার মধ্যে দুটি জায়গায় হামলায় ব্যবহার করে জঙ্গিরা। একটি বার-এ, যেখানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ৫ জনের। এছাড়া একটি রেস্তোরাঁয় ১৯ জনকে হত্যা করা হয়। প্যারিস হামলায় ব্যবহৃত দু'টি গাড়ির মধ্যে প্রথমটি শনিবারই উদ্ধার করে পুলিশ। গোয়েন্দারা জানতে পেরেছেন, ধুসর রঙের পোলো বেলজিয়ামে ভাড়া করা হয়েছিল। গাড়িটি ব্যবহার করা কনসার্ট হলে হামলায়।
শুধু ফ্রান্স-ই নয়, প্যারিস হামলার বিষয়টি সামাধান করতে বেলজিয়াম, গ্রিস ও জার্মান পুলিশও একযোগে তদন্ত চালাচ্ছে। ফরাসি পুলিশের বক্তব্য, এই হামলার ছক কষা হয়েছিল অনেক দিন ধরে।
২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�