সবচেয়ে শক্তিশালী ড্রোন এখন বিশ্ব বাজারে
আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বটাই এখন ড্রোন। এ ড্রোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, যার ফলে বিশ্বের শক্তিশালি দেশগুলো প্রতিযোগিতা লাগিয়ে ড্রোন আবিষ্কার করছ। সম্প্রতি চীনে যুদ্ধের জন্য তাদের বানানো সবচেয়ে শক্তিশালী ড্রোন ‘সিএইচ-পাঁচ’ এবার বিশ্ব বাজারে সামনে তুলে ধরেছে। এই ড্রোনটি পুরো বিশ্বে বিক্রয়ের পরিকল্পনা নিচ্ছে চীন। ওই ড্রোন ৩০০০ কিলোগ্রাম ওজনের অস্ত্র বহন করতে পারে।
ড্রোনটি বানিয়েছে চিনের ‘অ্যাকাডেমি অফ অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স’। গত অগস্টে ওই ড্রোনটিকে প্রথম আকাশে ওড়ানো হয়। বিশ্ব বাজারে ওই ড্রোনের ক্রেতা টানতে কাল গুয়াঙঝাঙ প্রদেশের শেনঝেনে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
ড্রোনের নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ‘সিএইচ-পাঁচ’-ই চীনের সবচেয়ে ভারী ও সবচেয় শক্তিশালী ড্রোন।
২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ