রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০৭:২৫:০১

রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র!

 রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র! রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য এবার দেশটির দোরগোড়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে ওয়াশিংটন এ পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। আলেক্সান্ডার ফোমিন রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

তিনি বলেন, ‘রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া, ক্যালিফোর্নিয়া ও আলাস্কায় এরইমধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়েছে।’

ফোমিন বলেন, ‘রাশিয়ার পরমাণু অস্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার লক্ষ্যে মোট ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।’

পূর্ব ইউরোপের পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়াবিরোধী বলয়ের আওতায় নিয়ে আসা হবে বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটন যখন ইউরোপীয় দেশগুলোতে নিজের ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তখন রাশিয়ার উপ প্রতিক্ষামন্ত্রী এ অভিযোগ করলেন।

গত বছর রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বাল্টিক প্রজাতন্ত্রগুলোতে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়ায় ব্যবহার করার অজুহাতে ওই ব্যবস্থা মোতায়েন করা হয়। এর আরো অনেক আগে থেকে পোল্যান্ডে একই ব্যবস্থা মোতায়েন রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে