আন্তর্জাতিক ডেস্ক : তা হলে কি এ বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানীর ছেলে আকাশ? ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর রিপোর্টে তেমনটাই প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম হিরে সংস্থা রোজি ব্লু ডায়মন্ড-এর কর্ণধার রাসেল মেহতার মেয়ে শ্লোক মেহতার সঙ্গে আকাশের বিয়ে ঠিক হয়ে গিয়েছে।
মার্চের শেষেই তাদের এনগেজমেন্ট। বিয়ে এ বছরের ডিসেম্বরে। আকাশ ও শ্লোকের বিয়ে নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চললেও, দুই পরিবার কিন্তু এ বিষয়ে একটি শব্দও খরচ করেনি। আম্বানী এবং মেহতা— এই দুই পরিবারের মধ্যে পরিচয় দীর্ঘ দিনের। আকাশ এবং শ্লোক দু’জনেই ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে এক সঙ্গে পড়াশোনা করেছেন।
রাসেল ও মোনা মেহতার তিন সন্তান। শ্লোক তাদের মধ্যে কনিষ্ঠ। ২০০৯ সালে স্কুল থেকে পাশ করার পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ববিদ্যা এবং লন্ডন স্কুল অব ইকনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইনে স্নাতকোত্তর করেন শ্লোক। ২০১৪ সালে নিজেদের সংস্থার ডিরেক্টর পদে যোগ দেন।
এমটিনিউজ/এসএস