রাশিয়ার নৌ মহড়া শুরু
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে তিন দিনের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। শুক্রবার মধ্যরাত থেকে মহড়া শুরু হয়েছে এবং এতে লেবাননের আকাশসীমা ব্যবহার করবে রুশ বাহিনী।
বিষয়টি লেবাননের পরিবহনমন্ত্রী গাজি জেইতার দেশটির আল-মায়েদিন টিভি চ্যানেলকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেবানন, সাইপ্রাস এবং তুরস্ককে এ মহড়ার বিষয়ে অবহিত করেছে রাশিয়া।
এর আগে লেবাননের সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী বৈরুতের রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের রুশ নৌবাহিনী মহড়া সংক্রান্ত তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মহড়ার সরাসরি প্রভাব পড়বে লেবাননের বিমানবন্দরে। বৈরুত বিমানবন্দর থেকে বিমান ওঠা-নামা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে, বিমান চলাচল অব্যাহত রাখা এবং সর্বোচ্চ জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ইমারজেন্সি গ্রুপ গঠন করেছে বৈরুত বিমানবন্দর। মহড়ার সময় আন্তর্জাতিক সমুদ্রসীমার ওপর দিয়ে বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখার বিষয়ে রাশিয়ার অনুরোধে সাড়া দেয় নি লেবানন। দেশটি বলেছে, দেশটির বেসামরিক বিমান চলাচলের বিকল্প কোনো পথ নেই। লেবাননের এ বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করে নি রুশ কর্তৃপক্ষ।
২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ