সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৬:২৪:২৬

স্বামীকে পথে আনতে তান্ত্রিকের শরণাপন্ন স্ত্রী, পরিণতি হলো ভয়াবহ

স্বামীকে পথে আনতে তান্ত্রিকের শরণাপন্ন স্ত্রী, পরিণতি হলো ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক : সংস্কার-কুসংস্কারাচ্ছন্ন মানুষের কমতি নেই এই পৃথিবীতে। না হলে, স্বামীর মদের নেশা ছাড়াতে কেউ কি তান্ত্রিকের শরণাপন্ন হয়! সম্প্রতি, এমনই এক ঘটনার কথা জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

স্বামীর মদের নেশায় জেরবার স্ত্রী। বহু চেষ্টা করেও নেশা ছাড়াতে না পেরে, শেষ পর্যন্ত এক তান্ত্রিকের দ্বারস্থ হন। কিন্তু তত দিনে বাজারে দেনা হয়ে গিয়েছে প্রায় ১২ লক্ষ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, বছর চুয়াল্লিশের কেভি রামা ও তার স্বামী ডিএস মূর্তির (৫৪) দাম্পত্যজীবন মোটেও সুখের ছিল না। চরম আর্থিক সংকটের মধ্যে তাদের দিন কাটত। তার উপরে ছিল দেনার দায়। সবই ওই নেশার জন্য।

অনেক বুঝিয়েও কোনও কাজ না হওয়ায়, কেভি রামা এক তান্ত্রিকের সাহায্য নেন। স্বামীকে হত্যা করার জন্য ওই তান্ত্রিক শ্যাম সিং, ওরফে ভগবতজির কাছ থেকে বিষ নিয়ে আসেন তিনি। এবং মদের সঙ্গে মিশিয়ে দেন বলে অভিযোগ।

বিষাক্ত মদ খাওয়ার পরে, স্বাভাবিকভাবেই অসুস্থ বোধ করেন ডিএস মূর্তি। এবং কিছু করার আগেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসরা তাকে মৃত বলে ঘোযণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিএস মূর্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে, কেভি রামা এবং তান্ত্রিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ডিএস মূর্তি একটি বেসরকারি সংস্থার ফিন্যান্স ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। আপাতত পুরো ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে