আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পর মহিলা ভেবেছিলেন স্বামীর সঙ্গে সুখে সংসার করবেন। সেই মতো সংসার শুরুও করেছিলেন। কিন্তু শ্বশুরের যে কী মতলব রয়েছে, তা ঘূণাক্ষরেও টের পাননি ওই মহিলা। শেষমেশ শ্বশুরের অত্যাচার না মেনে নিতে পেরে চরম সিদ্ধান্ত নিলেন মহিলা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তরপ্রদেশের মাধোটান্ডা এলাকার এক মহিলা নিজের শ্বশুরকে পিটিয়ে মেরে থানায় আত্মসমর্পণ করেন।
জানা গিয়েছে, গত শুক্রবার ওই মহিলার স্বামী বাড়ি না থাকার সুযোগে তার শ্বশুরই তাকে জোর করে বিছানায় নিয়ে .... করে। রোববারও রাতে ঘরে তাকে একা পেয়ে একই কাণ্ড ঘটনায় তার শ্বশুর। এরপরেই স্বামীর সঙ্গে মিলে ওই মহিলা বেধড়ক মারধর করে শ্বশুরকে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্বশুরের। ওই বৃদ্ধের বড় ছেলে, ভাইয়ের স্ত্রীয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ওই মহিলাকে হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এমটিনিউজ/এসএস