ভূমিকম্পে কেপে উঠল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্পে কেপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। তবে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। এই ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রের নিচে থাকলেও সুনামি বা জলোচ্ছ্বাস হয়নি।
জানা গিয়েছে, শনিবার ভারতীয় সময় বিকেল চারটে বেজে ছ’মিনিট নাগাদ ভূমিকম্পে কেপে ওঠে পূর্ব ইন্দোনেশিয়া। এই কম্পনের উৎসস্থল ছিল মালুকু প্রদেশের ১২৯ কিলোমিটার উত্তর-পূর্বে মালুকু টেঙ্গারা বারাটের সমুদ্রতল থেকে ৭৮ কিলোমিটার গভীরে। সমুদ্রের নিচে ভূমিকম্পের উৎসস্থল হলেও এদিন সুনামি বা জলোচ্ছ্বাস হয়নি। তবে কম্পনটি প্রায় ২৫ সেকেণ্ড স্থায়ী হয়েছিল। এই ভূ-কম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন।
২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ