সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ১০:২৮:৪৬

এবার থেকে সৌদিতে 'ট্যুরিস্ট গাইড' হিসেবে থাকছে নারীরা!

এবার থেকে সৌদিতে 'ট্যুরিস্ট গাইড' হিসেবে থাকছে নারীরা!

আন্তর্জাতিক ডেস্ক : নারীর ক্ষমতায়নে আরও একটি সুযোগ সৃষ্টি করল সৌদি আরব। দেশটিতে এবার 'ট্যুরিস্ট গাইড' হিসেবে কাজের অনুমতি পেয়েছেন নারীরা বলে জানিয়েছেন দেশটির পর্যটন বিভাগের পরিচালক বদর আল ওবায়েদ।

সৌদি নারীরা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন। এ জন্য তারা লাইসেন্সও নিতে পারবেন। লাইসেন্স সংগ্রহের জন্য সৌদি পর্যটন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের অনুরোধ করেছেন ওবায়েদ।

সৌদি আরবের পর্যটন শিল্পের উন্নয়নের ব্যাপারে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যটন খাতের উন্নয়নে আট হাজারের বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান বদর আল ওবায়েদ।

এমনকি পর্যটন খাতে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে সৌদির চার শতাধিক নাগরিককে গত দুই বছরে বৃত্তি দিয়ে বাইরের দেশ থেকে প্রশিক্ষণ নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্যই এসব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে