রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৩:০৩:৩০

তিনদিনের ট্রাফিক জ্যামে দুর্বিসহ জনজীবন

তিনদিনের ট্রাফিক জ্যামে দুর্বিসহ জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক : বাড়ি থেকে অফিস যাওয়ার পথে বাইপাসের কাছে স্টপেজ টাইম ১০ মিনিট হলে, আপনার মুখ ব্যাজার হয়ে যায়। অথচ, কেনিয়ায় গত ৬০ ঘণ্টা ধরে এ যাবৎকালের দীর্ঘতম ট্র্যাফিক জ্যামটি খুলল শুক্রবার। ভেবে দেখুন, গত ৬০ ঘণ্টা ধরে লাখো মানুষ ট্র্যাফিক জ্যামে আটকে। আজ শেষ পর্যন্ত একটি সমান্তরাল রাস্তা খুলে গাড়ি বেরনোর রাস্তা করে দেওয়া হয়। যদিও, ভূক্তভোগীদের অভিযোগ, গত ৬০ ঘণ্টার ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কারণ, প্রায় তিন দিন ধরে জ্যামে আটকে গাড়িতে রাখা অধিকাংশ সবজিই, কাঁচা আনাজ পচে গন্ধ হয়ে গিয়েছে। গত বুধবার থেকে ভারী বৃষ্টিতে মোম্বাসার প্রধান সড়ক প্রায় বন্ধ হয়ে রয়েছে। একদিকে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে ভূমিধসে রাস্তা বন্ধ। পিছনে এত গাড়ি পরপর লাইন দিয়ে দাড়িয়ে পড়েছে, যে ফেরারও উপায় নেই। অগত্যা, গাড়িতে বসেই অপেক্ষা। মাত্র ২৪ ঘণ্টায় পরপর প্রায় দেড় হাজার ট্রাক দাড়িয়ে পড়ে। প্রায় ৫০ কিলোমিটার লম্বা এই ট্রাফিক জ্যামে বহু চালক খাদ্য ও পানিয় ছাড়াই আটকে পড়েন। যার ফলাফল যে কী দুর্বিসহ হয়ে উঠেছিল, সে কথা সংবাদসংস্থার সামনে বলতে গিয়ে কেঁদে ফেলেন তারা। শেষ পর্যন্ত মোম্বাসা প্রশাসন আরেকটি সমান্তরাল রাস্তা খুলে দেওয়ায় ৬০ ঘণ্টা পর কাটে এই যানজট। পরিস্থিতি শুক্রবার রাত থেকে স্বাভাবিক বলে জানিয়েছেন কমিশনার ইভান্স আচকি। ২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে