মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ১২:০০:১৮

বড়ই মর্মান্তিক ঘটনা, একদিনেই বিয়েবাড়ির ২৬ জন নিহত

বড়ই মর্মান্তিক ঘটনা, একদিনেই বিয়েবাড়ির ২৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  বড়ই মর্মান্তিক ঘটনা, একদিনেই বিয়েবাড়ির ২৬ জন নিহত। ভারতের গুজরাটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণ গেছে। ইন্ডিয়াডটকমের খবরে ওই দুর্ঘটনায় অন্তত ২০ জনের নিহত হওয়ার খবর বলা হলেও এএনআইয়ের টুইটে ২৬ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে গুজরাটের ভাবনগরে এ দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়াডটকমের খবর অনুযায়ী, ট্রাকটিতে একটি বিয়ের অনুষ্ঠানের লোকজন যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেয়া হয়। উদ্ধার তৎপরতা এখনও চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে