রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৪:৩৩:৫১

চুলে কলপ দেয়া ভীষণ অপছন্দ ওবামার

চুলে কলপ দেয়া ভীষণ অপছন্দ ওবামার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৫৪। চুলে পাক ধরতে শুরু করেছে। এ সময় বয়স লুকাতেও অনেকেই চুল রং করে থাকেন। ওবামাকেও সেই পথ্য অবলম্বন করার উপদেশ দেন এক শিক্ষার্থী। তিনি বেশ কৌতুকের সঙ্গে জবাব দেন, ‘তিনি কখনো চুলে কলপ করেন না। এমনকি কলপ করা বিশ্ব নেতাদের তিনি অপছন্দও করেন। আসিয়ান সম্মেলনের জন্য মালয়েশিয়া সফররত ওবামা ইউনিভার্সিটি অব কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখে পড়েন। ২০০৯ সালে ওবামা যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, তখন তার চুল কালোই ছিল। কিন্তু বর্তমানে তার চুলে পাক ধরেছে। কম্বোডিয়ান ওই ছাত্র জানতে চান, যখন বৃদ্ধ হবেন তখন তরুণদের কাছ থেকে কী আশা করবেন তিনি। জবাবে ওবামা বলেন, ‘প্রথমেই আমি তরুণদের বলতে চাই আমাকে বৃদ্ধ বলা বন্ধ করুন। আমি আমার চুল কালো করতে চাই না, যা অনেক বিশ্বনেতাই করেছেন। তবে আমি তাদের নাম বলতে চাই না, তাদের নরসুন্দরাই সেটা জানেন।’ প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের চুল বৃদ্ধ বয়সেও ছিল উজ্জ্বল কালো। তিনি কখনো চুলে কলপ দেওয়ার বিষয়টি স্বীকার করেননি। এমনকি তার নাপিতও কখনো সেটি প্রকাশ করেনি। প্রাক্তন জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার চুলে রং করেছেন বলে দেশটির একটি পত্রিকা সংবাদ প্রকাশ করেছিল। এ কারণে ওই পত্রিকার বিরুদ্ধে মামলাই ঠুকে দিয়েছিলেন তিনি।- বিবিসি ২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে